• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কেন্দ্রীয় নেতৃত্বে এখনও জয়ের আসার আগ্রহ নেই: সেতুমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ নভেম্বর ২০১৯, ১৫:৩৩
কেন্দ্রীয় নেতৃত্বে এখনও জয়ের আসার আগ্রহ নেই সেতুমন্ত্রী

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে সজীব ওয়াজেদ জয়ের এখনও আসার আগ্রহ নেই। নেত্রীকে এ বিষয়ে কোনও কিছু বললে তিনি বলেন জয় তো আসতে চায় না।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নেত্রীকে বার বারই বলে আসছি যে জয়কে পরবর্তীকালের জন্য গ্রুমিং করার। এটা নেত্রীর সিদ্ধান্তের ব্যাপার। জয়ের নিজেরও ইচ্ছার ব্যাপার। যেভাবে আছেন সেভাবেই তিনি আপাতত থাকতে চান।

তিনি বলেন, দলে শেখ হাসিনা ছাড়া আরও কেউ অপরিহার্য় ব্যক্তি নয়। পরিষ্কারভাবে বলতে চাই, আমরা কেউই অপরিহার্য় নই। আগামী সম্মেলনে নতুন মুখ কারা আসছেন এটা ডিসাইট করার মালিক আমাদের সভাপতি। এটা আমাদের গঠনতন্ত্রে এই ক্ষমতা দেয়া আছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্ধারণ করবেন, কে আসবে দলে।

সাধারণ সম্পাদক পদে পরিবর্তন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নেত্রী চাইলে পরিবর্তন হবে। এখানে কোনও প্রতিযোগিতা নেই। কারও কারও ইচ্ছা, আকাঙ্খা থাকতে পারে। সাধারণ সম্পাদক পদেও প্রার্থী থাকতে পারে। সেখানে কোনও অসুবিধা নেই। আমি যদি মনে করি আমার প্রতিদ্বন্ধী আর কেউ হতে পারবে না, এটা তো ঠিক না। এটা ডিসাইট করবেন নেত্রী। প্রার্থী হওয়ার অধিকার সবার আছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
উপজেলা চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তদের হামলা
আত্মতুষ্টি নয়, আগামী পাঁচ বছর দেশ পাহারা দেবো : পররাষ্ট্রমন্ত্রী
জয়ের নেতৃত্বে আইসিটি বিপ্লব হচ্ছে বাংলাদেশে : কাদের
X
Fresh