• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আসন্ন কংগ্রেসে কে হচ্ছেন যুবলীগের কাণ্ডারি?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ অক্টোবর ২০১৯, ১৫:১১
কংগ্রেস যুবলীগ ৭ম কংগ্রেস

ভাবমূর্তি রক্ষার চ্যালেঞ্জ নিয়ে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস। তাই সংগঠন ঢেলে সাজানোর মাধ্যমে ইমেজ পুনরুদ্ধারই হবে এবারের কংগ্রেসের মূল লক্ষ্য। নেতৃত্ব পেতে আগ্রহীরা এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

১৯৭২ সালের ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠিত হয় যুদ্ধবিধ্বস্ত দেশগঠনে বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে। শেখ ফজলুল হক মনির হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু হয়।

এ পর্যন্ত সংগঠনটির ছয়টি কংগ্রেস হয়েছে। সম্প্রতি ক্যাসিনোকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বেশ কিছু অভিযোগে দলের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণের সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ প্রভাবশালী নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর কব্জায়। অভিযুক্ত নেতাদের এরই মধ্যে অব্যাহতি দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী ২৩ নভেম্বর হতে যাচ্ছে যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস।

বিতর্কিতদের বাদ দিয়ে পরিচ্ছন্ন নেতৃত্ব খুঁজে নিতে নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। সংগঠন করার বয়সসীমা ৫৫ বছর বেঁধে দেয়া হয়েছে।