• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মানুষের কল্যাণে সর্বোচ্চ ত্যাগের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ আগস্ট ২০১৯, ১৩:১৭

মানুষের কল্যাণে সর্বোচ্চ ত্যাগের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতি মানুষ যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার মর্যাদা রক্ষা করার কথাও জানান তিনি।

সোমবার সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে তিনি এসব কথা বলেন।

গণমানুষের ভবন গণভবনে আরো একবার প্রাণের উচ্ছ্বাসে মিলিত হলো হাজারো মানুষ। ঈদ শুভেচ্ছা বিনিময়ের এ আয়োজনে ছিল না ধর্ম-বর্ণ, বয়স কিংবা শ্রেণি-পেশার ভেদাভেদ। অসহায়-দুস্থ থেকে শুরু করে গণভবনে সরকার প্রধানকে শুভেচ্ছা জানাতে আসেন ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুভেচ্ছা বিনিময়ের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় অতীতের মতো আগামীতে কেবল মানুষের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

দলীয় নেতাকর্মীদের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যও ছিলো আওয়ামী লীগ সভানেত্রীর।

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে সবার সহযোগিতা চান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পি

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুরক্ষা বিতর্কে পদত্যাগ করছেন বোয়িংয়ের সিইও
সরে দাঁড়াচ্ছেন আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী
দুর্নীতির দায় নিয়ে ভিয়েতনাম প্রেসিডেন্টের পদত্যাগ
তারেককে ত্যাগ করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য : পাটমন্ত্রী
X
Fresh