• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অপশক্তির মূল উৎপাটনই আজকের প্রার্থনা: কাদের (ভিডিও)

নোয়াখালী প্রতিনিধি

  ১২ আগস্ট ২০১৯, ১১:২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তির মূল উৎপাটনই আমাদের আজকের প্রার্থনা।

সোমবার নিজ জেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের নিজ বাড়ির সামনের মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জাসহ স্থানীয় নেতারা।

তিনি আরো বলেন, মাঝখানে নদীতে তীব্র স্রোতে ও ভারী বৃষ্টির জন্য চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে। এরই মধ্যে সড়কে পশুবাহী গাড়ির জন্যও চলাচলে কোথাও কোথাও সমস্যা হয়েছে। এছাড়া দেশের বেশিরভাগ রুটই ভালো ছিল। তবে শুধু ঢাকা-টাঙ্গাইল রুটে বঙ্গবন্ধু সেতুর ওপারে নলকা পর্যন্ত সমস্যা হয়েছে। কিন্তু সেটা গতকাল ঈদের আগের দিন পর্যন্ত ছিল না। গতকাল শেষটা যার ভালো, সেটাই তার ভালো। শেষ পর্যন্ত মানুষ স্বস্তিতে ফিরেছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ডেঙ্গু নিয়ে রাজনীতি করার কিছু নেই: হানিফ
---------------------------------------------------------------

তিনি মনে করেন ঈদ শেষে মানুষ একইভাবে কর্মস্থলে ফিরে যাবেন।

এর আগে মন্ত্রী তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং স্থানীয় মুসল্লি ও নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, সিঙ্গাপুরে প্রায় দুই মাস দশদিন চিকিৎসাধীন থাকার পর গত ১৫ মে দেশে ফিরেন ওবায়দুল কাদের। দেশে এলেও শারীরিক কারণে তিনি নিজ গ্রামে আসতে পারেননি। অসুস্থ হওয়ার পর প্রায় পাঁচ মাস ৬দিন পর তিনি নিজ নির্বাচনী এলাকায় এই প্রথম আসেন।

পি

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিসহ সব অপশক্তিকে প্রতিহত করব : কাদের
নতুন বছর অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী
ঈদে মাকে অনেক বেশি মিস করি : দীঘি
‘মা নেই, তাই ঈদের দিনের সব রান্না আমিই করি’
X
Fresh