• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগের উপদেষ্টা হলেন ড. ইনাম আহমেদ চৌধুরী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জুলাই ২০১৯, ০৮:৪৪
আওয়ামী লীগ

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া ড. ইনাম আহমেদ চৌধুরী দলটির উপদেষ্টা পরিষদে ঠাঁই পেলেন।

রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত দলের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে ড. ইনাম আহমেদ চৌধুরীকে উপদেষ্টা পরিষদের সদস্য মনোনয়ন দিয়েছেন।

গত ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভবনে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান ও কূটনীতিক ড. ইনাম আহমেদ চৌধুরী।

তিনি একসময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ছিলেন। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ওপর বইও লিখেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন ইনাম আহমেদ চৌধুরী। তবে শেষ পর্যন্ত সে আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পান খন্দকার আবদুল মুক্তাদির। এরপরই তিনি দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন।

পি

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh