• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চোখে অপারেশন না হলে ধান কাটতে যেতাম: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুন ২০১৯, ১৬:৩৫
বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: পিআইডি

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনের নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রয়োজনে সব কাজ করতে হবে। আমি তো বলেছিলাম দরকার হলে আমি নিজে ধান কাটতে যাব। আমার চোখে অপারেশন না হলে আমি ঠিকই ধান কাটতে যেতাম। আমি দেখিয়ে দিতাম আমার কাছে সব কাজ সমান।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১১০, ১১১ এবং ১১২তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে রোববার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি এটুকুই অনুরোধ করব, যেখানে যাবেন শুধু চাকরির জন্য চাকরি করবেন না। জনসেবা ও দেশ সেবা করা, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসার কথাগুলো মনে রাখবেন। মনে রাখবেন কোনো কাজই ছোট কাজ নয়।’

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘শিক্ষায় আমরা সবাইকে উৎসাহিত করছি। কিন্তু কোনো কাজ যে ছোট কাজ না, সেটা মাথায় রাখতে হবে। লেখাপড়া শিখলে ধান কাটতে পারবো না, এই মানসিকতা ত্যাগ করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কর্মক্ষেত্রে সব থেকে বড় কথা আত্মবিশ্বাস। কোনো একটা কাজ করতে গেলে কিভাবে করব, কিভাবে হবে, কিভাবে টাকা আসবে, কোত্থেকে আসবে…এত দুশ্চিন্তা না করে মনে রাখতে হবে এ কাজটা করতে হবে। কিভাবে করতে হবে সেটা নিজেকেই খুঁজে বের করতে হবে। নিজের ভেতর ইনোভেটিভ চিন্তা থাকতে হবে। দ্বিধা-দ্বন্দ্বে ভুগলে চলবে না। পাশাপাশি প্রতিনিয়ত পরিবর্তনশীল নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন কর্মক্ষেত্রে অনেক পরিবর্তন এনেছে। এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।’

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মাঠ প্রশাসনে যারা কাজ করবেন তাদের ওখানকার সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। জনগণের জন্য কাজ করতে হবে। তারা যেন ন্যায়বিচার পায় সেদিকে দৃষ্টি দিতে হবে। শুধু গতানুগতিকভাবে দেশ চালালে চলবে না। একেবারে তৃণমূল পর্যায় থেকে দেশটাকে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন করে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান, জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তার প্রমুখ।

পি

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাইরের জীবন এত কঠিন জানলে কারাগারেই থেকে যেতাম : জল্লাদ শাহজাহান
‘আর ১০ সেকেন্ড থাকলে মারা যেতাম’ 
X
Fresh