• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কবিতায় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ এপ্রিল ২০১৯, ২০:৪৮
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি; ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি কবিতার মাধ্যমে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদের শনিবার বিকেলে এ শুভেচ্ছা বার্তা পাঠান।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ওবায়দুল কাদের শুভেচ্ছা বার্তায় লিখতে না পারার বেদনার কথা উল্লেখ করে দুর্ভাবনাহীন নতুন বছরে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি কবিতার ছত্রে উল্লেখ করেন- ‘সতেরো কোটি মানুষের নিশ্চিন্তে ঘুমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরন্তর জেগে থাকেন।’

দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে লেখা ওবায়দুল কাদেরের কবিতাটি হুবহু তুলে দেয়া হলো-

“লিখতে না পারার বেদনা নীরবে অশ্রু ঝরায়।

ঘুমহীন চোখে রাত কাটে দিগন্তে স্বপ্নের

ডানা মেলে।

তবুও .....

নতুন বছরে বাংলাদেশের নতুন কোন দুর্ভাবনা

নেই। সতেরো কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে

শুধুমাত্র একজন শেখ হাসিনা নিরন্তর

জেগে থাকেন বলে।

শুভ নববর্ষ’’।

পি

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলসে নানান আয়োজনে নববর্ষ উদযাপন
‌‘এবার ঈদ ও নববর্ষে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি’
পর্তুগালে বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদের প্রথম সফল আয়োজন
ব্যাংক-বীমা-অফিস-আদালত খুলছে আজ
X
Fresh