• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১০ জানুয়ারির আগেই মন্ত্রিসভা গঠন: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জানুয়ারি ২০১৯, ১২:৫৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ভোটের গেজেট প্রকাশের পরই সব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর আগামী ১০ জানুয়ারির আগেই মন্ত্রিসভা গঠিত হবে।

আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে বিএনপি যে দাবি করেছে সেটা কখনও পূরণ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির পুনঃনির্বাচনের দাবি মামাবাড়ির আবদার, যা কখনও পূরণ হবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের যে উন্নয়ন, সমৃদ্ধির যে অগ্রযাত্রা অব্যাহত রাখবো এবং আমাদের লক্ষ্যাভিমুখী আমরা এগিয়ে যাব। নব নব বিজয়ে মুখরিত হবো।

নির্বাচনে বিএনপি হারার আগেই হাল ছেড়ে দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা নির্বাচন করবেন কিভাবে? নির্বাচন করার মতো কোনও প্রস্তুতি তাদের বাস্তবে ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমি তো মওদুদ আহমদ সাহেবের সঙ্গে এমনটা আশা করিনি। আমি মনে করেছি তিনি থাকবেন, তার এজেন্টরা থাকবেন। এতে ব্যবধানটা অনেক কমে যেত। এত ব্যবধান হয়তো হতো না। কিন্তু আমার এলাকায় নৌকার যে গণজোয়ার তা ১৯৭০ সালের পর আমি আর দেখিনি। এবার তাদের পরাজয়টা ছিল অবধারিত।’

কাদের আরও বলেন, জাতীয় পার্টি এবারও বিরোধী দলের দায়িত্ব পালন করবে কি না এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন।

পি

আরো পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বিএনপির : কাদের 
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
স্বাধীনতা ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না : কাদের
X
Fresh