• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগের শরিকদের মধ্যে যারা নৌকা প্রতীক পেলেন

অনলাইন ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০১৮, ১৫:১৪

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তাদের জোটভুক্ত শরিক দলগুলোর মধ্যে যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন তাদেরকে চূড়ান্ত চিঠি দিয়েছে।

আজ (শুক্রবার) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ তথ্য জানান।

শরিকদের মধ্যে যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন তারা হলেন-

যুক্তফ্রন্টের (বিকল্পধারা) জন্য তিন আসন ছেড়েছে আওয়ামী লীগ। এগুলো হচ্ছে- মাহী বি চৌধুরী (মুন্সিগঞ্জ-১), লক্ষ্মীপুর-৪ আসনের মেজর (অব.) আব্দুল মান্নান, মৌলভীবাজার-২ আসনে এম এ শাহীন।

ওয়ার্কার্স পার্টির পাঁচজনও নৌকা প্রতীকে নির্বাচন করনে। মনোনয়ন প্রাপ্তরা হলেন ঢাকা-৮ রাশেদ খান মেনন, ঠাকুরগাঁও-৩ মো. ইয়াসিন আলী, রাজশাহী-২ ফজলে হোসেন বাদশা, সাতক্ষীরা-১ মুস্তফা লুতফুল্লাহ, বরিশাল-৩ টিপু সুলতান।

জাসদ (ইনু) প্রার্থীরাও নৌকা প্রতীকে নির্বাচন করনে। তারা হলেন- কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, ফেনী-১ বেগম শিরীন আখতার, বগুড়া-৪ এ কে এম রেজাউল করিম তানসেন, এবং জাসদ (বাদল-আম্বিয়া) চট্টগ্রাম-৮ মইন উদ্দিন খান বাদল।

প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (চট্টগ্রাম-২) ও আনোয়ার হোসেন খান (লক্ষ্মীপুর-১)।

জাতীয় পার্টির (মঞ্জু) পিরোজপুর-২ আসন থেকে আনোয়ার হোসেন মঞ্জু, কুড়িগ্রাম-৪ রুহুল আমিন নৌকা প্রতীকে নির্বাচন করনে।

মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টিকে (এরশাদ) ৪০ থেকে ৪২টি আসন ছাড়ছে আওয়ামী লীগ। তারা লাঙ্গল প্রতীকেই নির্বাচন করবেন বলে জানা গেছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু : কাদের
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
X
Fresh