• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

২৪০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৩

একাধিক প্রার্থী থাকা আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আজ (শুক্রবার) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের জানান, আওয়ামী লীগের জন্য ২৪০টি আসন রাখা হয়েছে। বাকি ৬০টি আসন ১৪ দল ও তার শরিকদের ছাড়া হচ্ছে। আজ রাতেই তিনশ’আসনের মনোনয়নের একক প্রার্থীদের তালিকা দলীয় সভানেত্রীর হাতে দেয়া হবে। তিনি এটি চূড়ান্ত করবেন।

১৭টি আসনে একাধিক প্রার্থী ছিলেন, তাদের মধ্য থেকে একক প্রার্থী চূড়ান্ত করে চিঠি দেয়া হয়েছে আজ। আসনগুলো হচ্ছে-

রংপুর- ৬ আসনে ড. শিরীন শারমিন চৌধুরী, কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফুল ইসলাম, চাঁদপুর-১ ড. মহীউদ্দীন খান আলমগীর, ঢাকা-১৭ আকবর হোসেন পাঠান ফারুক, ঢাকা-৭ হাজী সেলিম, নওগাঁ-৫ নিজাম উদ্দিন জলিল (জন), নাটোর-১ মোহাম্মদ শহিদুল ইসলাম (বকুল), নড়াইল-১ টি এম কবিরুল হক, বরগুনা-১ দেবনাথ শম্ভু, টাঙ্গাইল-২ তানভীর হাসান (ছোট মনির) জামালপুর-১ আবুল কালাম আজাদ, জামালপুর-৫ মোঃ মোজাফফর হোসেন, ঢাকা-৫ হাবিবুর রহমান মোল্লা, চাঁদপুর-২ মোহাম্মদ নুরুল আমিন, চাঁদপুর-৪ মোহাম্মদ শফিকুর রহমান, লক্ষ্মীপুর-৩ একে এম শাহজাহান কামাল, পটুয়াখালী-২ আ স ম ফিরোজ।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
X
Fresh