• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কঠোর লকডাউন নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২১, ২০:১৬
ফাইল ছবি

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ সোমবার (২৮ জুন) থেকে আগামী তিনদিনের জন্য সারাদেশে সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময়ের পর আগামী ১ জুলাই থেকে সারা দেশে শুরু হবে কঠোর লকডাউন। লকডাউন নিয়ে সরকারের এমন দ্বৈত নীতির কারণ জানালেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার (২৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জুন ক্লোজিংয়ের কারণেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, শুরুতে সরকারের পক্ষে সোমবার সকাল থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছিল। কিন্তু ৩০ জুন চলতি অর্থবছরের শেষ দিন হওয়ায় বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। এজন্য সোমবার থেকে সীমিত লকডাউন চলছে।

হাছান মাহমুদ বলেন, ১ তারিখ থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবির পাশাপাশি মাঠে কাজ করবে সেনাবাহিনীও।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশেষজ্ঞদের সুপারিশে গত শুক্রবার সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু পরদিন শনিবার এ সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ভারতের পেঁয়াজ দিয়ে পেঁয়াজু খেয়ে বয়কটের ডাক তামাশা’
ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ আমদানি চুক্তি শিগগিরই : পররাষ্ট্রমন্ত্রী
অনেক কিছু রেকর্ড আছে ফাঁস করে দেব, বিএনপিকে হাছান মাহমুদ 
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জা‌তিসং‌ঘের ২ সংস্থার প্রতি‌নি‌ধির সাক্ষাৎ
X
Fresh