• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘খালেদা জিয়ার সাজায় বিদেশ যাওয়ার বিধান নেই’

আরটিভি নিউজ

  ০৯ মে ২০২১, ১৬:২৩
‘খালেদা জিয়ার সাজায় বিদেশে যাওয়ার বিধান নেই’

সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে সাজা স্থগিত রেখে বাসায় থাকার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে খালেদা জিয়ার সাজায় বিদেশ যাওয়ার বিধান নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে করার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করতেই পারে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই। আমাদের আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে এমন কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

প্রসঙ্গত, খালেদা জিয়া গত ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন। গত ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার শ্বাসকষ্ট অনুভব করায় খালেদা জিয়াকে কেবিন থেকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

এফএ

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
X
Fresh