• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হেফাজতের পক্ষে ফেসবুক পোস্ট শেয়ার দেয়ায় কৃষক লীগ নেতা বহিষ্কার

আরটিভি নিউজ

  ০৭ এপ্রিল ২০২১, ১০:৫৮
The Krishak League leader was expelled for sharing a Facebook post on behalf of Hefazat
মোঃ সেলিম শরীফ

হেফাজত ইসলামের পক্ষের কর্মকাণ্ড নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করা ও তাদের পক্ষে কথা বলার অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম শরীফ কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) এ তথ্য জানা গেছে। টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মিলন মোল্লা ও সাধারণ সম্পাদক আসলাম সরদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ শাল্লা থানার ওসি বরখাস্ত, দিরাই থানার ওসিকে বদলি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক সম্পাদক সেলিম শরিফ হেফাজতে ইসলামের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের পক্ষ অবলম্বন করে ও স্থানীয়দের সাথে এ সম্পর্কে তাদের পক্ষ অবলম্বন করে প্রায়ই মতামত দিয়ে থাকেন। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হলো।

আরও পড়ুনঃ মামুনুলকে নিয়ে যা বললেন দ্বিতীয় স্ত্রীর ছেলে

টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মিলন মোল্লা নবধারা কে বলেন, হেফাজতের পক্ষ নিয়ে কথা বলায় আমরা তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছি।
এ বিষয়ে জানতে চাইলে বহিষ্কৃত উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শরীফ বলেন, ‘আমি ফেসবুকের তেমন কিছুই বুঝি না। তবে সাধারণ সম্পাদকের সঙ্গে আমার ভুল বোঝাবুঝি রয়েছে। এ কারণে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।’

কেএফ

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারাকান্দায় কৃষক লীগ নেতার মরদেহ উদ্ধার  
নিজ এলাকাতেই ভরাডুবি কেন্দ্রীয় কৃষকলীগ নেতার!
X
Fresh