• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

২৬ মার্চের কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ

আরটিভি নিউজ

  ১৯ মার্চ ২০২১, ১৮:৪৩
২৬ মার্চের কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ

করোনাভাইরাসের মহামারির কারণে দেশে রাজনৈতিক দলগুলো বড়পরিসরে কর্মসূচি পালন করতে পারছে না। এরপরও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী উপলক্ষে আগামী ২৬ মার্চ করোনা সুরক্ষা মেনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে।

শুক্রবার (১৯ মার্চ) নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করেছেন।

আরও পড়ুন :

ওবায়দুল কাদের বলেন, ২৬ মার্চ স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সকাল সাড়ে ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতাকর্মীরা। সাড়ে ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

২৮ মার্চ বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভা হবে। এ সভায় ভার্চুয়ালি যুক্ত হবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এফএ

মন্তব্য করুন

daraz
  • আওয়ামী লীগ এর পাঠক প্রিয়
X
Fresh