• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বন্যা কবলিত এলাকায় সরকারের কোনো উদ্যোগ নেই: রিজভী

আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২০, ১৬:৫৪
No government initiative in flood-hit areas: Rizvi
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বন্যা উপদ্রুত এলাকায় ‘লিপ সার্ভিস’ ছাড়া সরকারের কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, প্রয়োজনীয় ওষুধ ও খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। এমনকি গবাদিপশু ও শিশুখাদ্যের সংকটও চরম মাত্রায় বিরাজমান।

তিনি বলেন, ‘বন্যা উপদ্রুত মানুষগুলোর জন্য ত্রাণের ব্যবস্থা না থাকায় তারা জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। করোনা মহামারি মোকাবিলায় অনাচার, অব্যবস্থাপনার ব্যর্থতার ন্যায় বন্যা মোকাবিলায় সরকার উদাসীন ও নির্লিপ্ত। করোনার আঘাতে অসুস্থ মানুষের প্রতি সরকার যেমন কোনো দায় বোধ করেনি ঠিক তেমনি বন্যা কবলিত লাখ লাখ মানুষের প্রতিও তারা ভ্রুক্ষেপহীন। বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগেও মানুষের পাশে নেই সরকার।’

বন্যা পরিস্থিতির চরম অবনতির চিত্র তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে নদী ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। নদী ভাঙনের ফলে বন্যাদুর্গত এলাকায় পাট, ধান, সবজিসহ ফসলি জমি, ঘরবাড়ি, গবাদিপশু নদীর পেটে চলে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ফসল আবাদ করে যে মানুষগুলো স্বচ্ছলভাবে জীবনযাপন করতো তারা এখন বন্যাশ্রয় কেন্দ্রে দু’মুঠো খাবারের জন্য হাহাকার করছে। করোনার মহামারির ব্যর্থতা, টেস্ট জালিয়াতি ও ভয়াবহ বন্যার দুর্যোগ আড়াল করার জন্য নানা ইস্যু তৈরি করে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে সরকার।’

এসময় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান রিজভী
পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
বিএসএফের নরহত্যার দায় সরকারের ওপরেও বর্তায়: রিজভী
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফলে ত্রুটি, সংশোধিত ফল রাতেই
X
Fresh