এরশাদ ট্রাস্ট চেয়ারম্যান মেজর (অব) খালেদ আখতার মারা গেছেন
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার মারা গেছেন।
তিনি এরশাদের ব্যক্তিগত সচিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শনিবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মেজর (অব) খালেদ আখতার জুনের শুরুর দিকে করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপরে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এসজে