• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সোমবার সাহারা খাতুনকে থাইল্যান্ড নেয়া হবে 

আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২০, ১৭:৪৮
Sahara Khatun will be taken to Thailand on Monday
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য সোমবার থাইল্যান্ডে নেয়া হবে। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান।

তিনি আরটিভি নিউজকে বলেন, উনি (সাহারা খাতুন) এখনও আইসিইউতে আছেন। চিকিৎসকরা বলেছেন, এখন ওনার শরীরের যে অবস্থা তিনি এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করতে পারবেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে।

উল্লেখ্য, জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার আবারও অবনতি হলে ফের আইসিইউতে নেয়া হয়।
পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোমবার কোথায় কখন গ্যাস থাকবে না
কাতারের আমির ঢাকায় আসছেন সোমবার
হিলি স্থলবন্দর দিয়ে সোমবার থেকে আমদানি-রপ্তানি শুরু
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে ব্যাংক, অফিস-আদালত
X
Fresh