• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বন্ধ ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদলের মারামারি

আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২০, ১২:১৩
Chhatra League-Chhatra Dal fight on closed DU campus
ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় দুই পক্ষই হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছে৷ গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের অনুরোধে ডাকসু সদস্য ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা তানভীর হাসান সৈকতের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থী টিএসসি এলাকায় ভিড় করা মানুষদের চলে যেতে বলছিলেন৷ এ সময় টিএসসিতে থাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান চৌধুরীর ছাত্রলীগ নেতা ইমাম হোসেনের কথা-কাটাকাটি হয়৷ একপর্যায়ে দুপক্ষের নেতা-কর্মীরা জড়ো হলে মুহুর্তেই মারামারি বেধে যায়।

তবে ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত আরটিভি নিউজকে বলেন, আমরা নিয়মিতই প্রক্টরিয়াল বডির অনুরোধ টিএসসিতে ভিড় না করতে মাইকিং করছিলাম। এ সময় টিএসসিতে ছাত্রদল নেতা-কর্মীরা ছিলেন। ছাত্রদল নেতা মাহফুজ বান্ধবী নিয়ে তখন ঢোকেন। ইমাম তার পরিচয় জিজ্ঞেস করে, সে শিক্ষার্থী পরিচয় দিলে ইমাম চলে যায়। কিন্তু মাহফুজ তাঁকে ধাক্কা দেন৷ এতে ইমামের পা ম্যানহোলে আটকে গেলে খাবার বিক্রেতার ছেলে মানিক দৌঁড়ে গিয়ে ইমামকে বাঁচানোর চেষ্টা করেন৷ কিন্তু ততক্ষণে ছাত্রদলের অন্য নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ইমাম ও মানিককে মারতে শুরু করেন৷ টিএসসিতে অবস্থানরত ইমামের বন্ধু সাহাদ আমিনকেও ছাত্রদল নেতা-কর্মীরা মারধর করেন৷ একপর্যায়ে উপস্থিত সাংবাদিকসহ কয়েকজন ব্যক্তি তাঁদের উদ্ধার করেন। ভুক্তভোগীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন৷ এ ঘটনায় মানিকের হাত ভেঙে গেছে৷

তবে ছাত্রদল নেত্রী মানসুরা আলম ঘটনাটিকে সদ্যসাবেক ডাকসু সদস্য তানভীর হাসানের 'ভণ্ডামি' বলে উল্লেখ করেছেন৷ এই নেত্রীর অভিযোগ, তানভীরের নির্দেশেই ছাত্রদল নেতা মাহফুজুর রহমান চৌধুরীর ওপর হামলা হয়েছে৷ ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে আমি নিজেও একদফা মার খেয়েছি৷ ইমাম ছেলেটা একাধিকবার আমাদের দিকে তেড়ে আসে মারতে। উপস্থিত লোকজন তাকে আটকান কোনোমতে৷ এরপর মাহফুজকে নিয়ে আমরা ঢাকা মেডিকেলে যাই। সেখানে ওকে চিকিৎসা দিতে দিতেই সাংবাদিকদের ফোন পাই যে আমরাই নাকি তানভীর ও তার লোকজনের ওপর হামলা করেছি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেলিকপ্টারে বউ আনলেন ছাত্রলীগ নেতা
ছাত্রলীগ নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কমিটি বিলুপ্ত
লক্ষ্মীপুরে হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু 
ছাত্রলীগের চার নেতাকে গুলি, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
X
Fresh