logo
  • ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২০, ২৩ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ২৭ জন, আক্রান্ত ২৮৫১ জন, সুস্থ হয়েছেন ১৭৬০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

মুজিব কোট পরে সংসদে এলেন বিএনপির হারুন

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৩ জুন ২০২০, ১২:৩৩ | আপডেট : ২৩ জুন ২০২০, ১৩:২২
Harun of BNP came to the parliament after Mujib Kot
বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ মুজিব কোট পরে সংসদ অধিবেশনে
বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ মুজিব কোট পরে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদের চলমান অধিবেশনে মুজিব কোট পরে এই সংসদ সদস্যকে যোগ দিতে দেখা যায়।

সাতদিন বিরতির পর চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

গত ১৫ জুন সম্পূরক বিল পাস হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৩ জুন পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেন। করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় এই সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত করা হয়। আগামী ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাস হবে বলে জানা গেছে।

জানা যায়, সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সেখানে কর্মরত ৮২ জন আনসার সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন। 

প্রসঙ্গত, গত ১০ জুন থেকে শুরু হওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনের আগে থেকেই একের পর এক এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় এমপিদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ। নমুনা পরীক্ষা শেষে এসব এমপি পর্যায়ক্রমে এই অধিবেশনে যোগ দেবেন।
পি

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৫২৫০২ ১৪৫৫৮৪ ৩৩৩৩
বিশ্ব ১৯২৮১৯২৮ ১২৩৭৭১৩৩ ৭১৮০৬১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়