• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী বক্তব্যে জনমনে হতাশা তৈরি করেছে: ওবায়দুল কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুন ২০২০, ১৫:০৭
Short-sighted remarks about Corona's longevity create frustration: Obaidul Quader
ওবায়দুল কাদের

স্বাস্থ্য বিভাগের কোনো কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (১৯ জুন) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার মানুষের মনোবল চাঙা রাখতে যখন দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আর তখনই এ রকম অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেয়া হলো। এ ধরনের সমন্বয়হীন,অযাচিত বক্তব্য থেকে বিরত থাকাতে তিনি অনুরোধ জানান।

এ সংকটে চিকিৎসকসহ সম্মুখযোদ্ধা ও সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়কারী যত ক্ষমতাবানই হোক তার রেহাই নেই। করোনার এই সংকটে সম্মুখভাগের যোদ্ধাদের অনেকেই দেশ জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। অথচ এই পরিস্থিতিতে খুলনায় চিকিৎসক হত্যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ হত্যার তীব্র নিন্দা এবং নিহত চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
ইন্টার্ন চিকিৎসককে যৌন হয়রানি, শাস্তির দাবিতে মানববন্ধন
বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বাড়ছে : ড্যাব
বিএনপিসহ সব অপশক্তিকে প্রতিহত করব : কাদের
X
Fresh