• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জাতিকে আরও বড় বিপদে ফেলা হয়েছে: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মে ২০২০, ১৪:০৪
Mirza Fakhrul Illam Alamgir
মির্জা ফখরুল ইললাম আলমগীর

সরকারকে তাঁরা অনেক পরামর্শ দিয়েছেন। কিন্তু উল্টো তাঁরা তিরস্কৃত হয়েছেন। সব কিছু খুলে দেওয়ার সমালোচনায় তিনি বলেন, জাতিকে আরও বড় বিপদের মুখে ফেলে দেওয়া হয়েছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারকে পরামর্শ বহু দিয়েছি। এত বার দিয়েছি, তাতে তিরস্কারই পেয়েছি। ওটা নিয়ে তাঁরা চিন্তাও করেনি। আবার দেখা যাচ্ছে যে, আমাদের যে প্যাকেজ ছিল, প্রস্তাব ছিল, সেটা ছিল সবচেয়ে যুক্তিসঙ্গত।

তিনি বলেন, সরকার ব্যর্থ হয়েছে করোনার আগ্রাসন প্রতিহত করতে। তবে জনগণকে নিরাপদে থাকতে ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন ফখরুল।

তিনি বলেন, কোনোরকম চিন্তা ছাড়া একেবারে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা মনে করি, এটা ভুল সিদ্ধান্ত। আরও চরম বিপদের মধ্যে ঠেলে দেওয়া হলো।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
X
Fresh