• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ছুটি না বাড়ানোর কারণ জানালেন ওবায়দুল কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মে ২০২০, ১৭:০৫
Roads Minister and Awami League General Secretary Obaidul Quader
ওবায়দুল কাদের

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনার আতঙ্কের মাঝেই ঈদের পর আর ছুটি বর্ধিত হচ্ছে না বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঈদের পর কেন ছুটি বাড়ানো হচ্ছে না, একটি ভিডিওতে তার ব্যখ্যা দিয়েছেন সড়ক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শর্তসাপেক্ষে, সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে, স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘করোনা সংক্রমণের দিক থেকে এগিয়ে থাকলেও জীবন ও জীবিকার তাগিদে লকডাউন শিথিল করেছি। জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরি ও অর্থনীতির চাকা সচল রাখতে, সামাজিক শৃঙ্খলা সুরক্ষা রাখতে ইতোমধ্যে সরকার সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানে কিছু পালনীয় শর্ত দিচ্ছি।’ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে বিআরটিএ’র সাথে আলাপ আলোচনা করে পরিকল্পনা গ্রহনের অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘এ ছাড় যেন বিষাদে রুপ না নেয়। মালিক,শ্রমিক,যাত্রী সাধারণ সকলের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’

আগামীকাল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসমূহকে নিয়ে বিআরটিএ’র সাথে মিটিং করে এসকল বিষয়ে চূড়ান্ত করতে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
বিএনপিসহ সব অপশক্তিকে প্রতিহত করব : কাদের
মুজিবনগর দিবসে উপজেলায় ছুটি, থাকছে নানা কর্মসূচি
হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু : কাদের
X
Fresh