• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা নেজামী মারা গেছেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মে ২০২০, ২২:০৪
মাওলানা আব্দুল লতিফ নেজামী
মাওলানা আব্দুল লতিফ নেজামী

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলামী পার্টির সভাপতি মাওলানা আব্দুল লতিফ নেজামী মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টায় ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুফতি ফয়জুল্লাহ জানান, নিজ বাসায় ইফতারের পর ওজু করতে গিয়ে পড়ে যান মাওলানা নেজামী। তারপর দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

চারদলীয় জোট ক্ষমতায় থাকার সময় সরকারের গুরুত্বপূর্ণ অংশিদার ছিল ইসলামী ঐক্যজোট। সেসময় ঐক্যজোটের চেয়ারম্যান ছিলেন মুফতি ফজলুল হক আমিনী আর মহাসচিব ছিলেন মাওলানা আব্দুল লতিফ নেজামী। তবে ২০১২ সালে মুফতি ফজলুল হক আমিনী মারা গেলে তিনি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হন।

এক সময় ইসলামী ঐক্যজোট বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের গুরুত্বপূর্ণ শরিক থাকলেও কয়েক বছর আগে তার নেতৃত্বেই ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী ঐক্য জোট।

মাওলানা নেজামী ধর্মভিত্তিক রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি বহু প্রতিষ্ঠান গড়ার সাথে সরাসরি জড়িত ছিলেন। এক সময় সাংবাদিকতার পেশার সাথেও জড়িত ছিলেন। তিনি দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিনেরাও জেতাতে পারেনি আলোচিত সেই প্রার্থীকে
‘জিনদের বলে দিয়েছি, কেউ ভোট চুরি করতে পারবে না’
X
Fresh