• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লোক দেখাতে কাঁচা ধান কাটছেন মন্ত্রী ও এমপিরা: রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মে ২০২০, ১৬:০৪
লোক দেখাতে কাঁচা ধান কাটছেন মন্ত্রী ও এমপিরা রিজভী
ফাইল ছবি

লোক দেখাতে কাঁচা ধান কাটছেন সরকারের এমপি-মন্ত্রী ও দলীয় নেতা কর্মীরা। বোরো ধান পেকেছে কিন্তু সেগুলো না কেটে লোক দেখাতে কাঁচা ধান কাটছেন তারা। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকায় ফিউচার বাংলাদেশ নামে সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কৃষকের সঙ্গে আছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা, এটি দেখা গিয়ে তারা পাকা ধান না কেটে কাঁচা ধান কাটছেন। মানুষকে দেখাতে চান তারা কৃষকের সঙ্গে আছেন। এভাবে মানবসেবা হয় না। ভয়ঙ্কর মহামারিতে দেশে দুর্ভিক্ষের মত অবস্থা মোকাবিলা না করে সরকার গরিব মানুষের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে।

তিনি বলেন, বিএনপি সরকারে নেই। কিন্তু যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে গরিব অসহায় মানুষকে সহায়তা করে যাচ্ছে। নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল কিংবা সুনামের জন্য নয়, আমরা গরিব অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, মহামারির কারণে কাজ নেই দিনমজুর মানুষের। কিন্তু সরকার সেদিকে কোনও ভ্রুক্ষেপ করছে না। তাদের রাজনৈতিক এজেন্ডা অর্থাৎ এক দলীয় চিন্তা, কর্মকাণ্ড সেভাবে করে যাচ্ছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
X
Fresh