• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনা চিকিৎসায় ২৯টি বেসরকারি হাসপাতাল যুক্ত হয়েছে: সেতুমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মে ২০২০, ১৩:০২
করোনা চিকিৎসায় ২৯টি বেসরকারি হাসপাতাল যুক্ত হয়েছে সেতুমন্ত্রী
ফাইল ছবি

করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (১ মে) তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সামনে থেকে যারা করোনা যুদ্ধে সাহসিকতার সাথে নেতৃত্ব দিচ্ছেন তাদের ধন্যবাদ জানাই। তাদের সুরক্ষার বিষয়টি সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে।

তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনার এই দুর্যোগে ঐক্যের কোনও বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবিলা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে নিয়ে যেতে হবে। সবার সম্মিলিত প্রয়াসে অচিরেই করোনার কালো মেঘ কেটে যাবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, করোনার এই দুর্যোগে আমাদের সাহস হারালে চলবে না। সাহস হারানোর কোনও কারণ নেই, আমাদের রয়েছে শেখ হাসিনার মতো একজন সাহসী ও সৎ নেতৃত্ব।

সেতুমন্ত্রী বলেন, মানুষের মাঝে করোনা সংক্রমণ শনাক্ত করার ক্ষেত্রে টেস্টিং ক্যাপাসিটি বাড়নো হয়েছে। সেক্ষেত্রে ২৯টি বেসরকারি হাসপাতালকে সম্পৃক্ত করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
বিএনপিসহ সব অপশক্তিকে প্রতিহত করব : কাদের
X
Fresh