logo
  • ঢাকা শনিবার, ৩০ মে ২০২০, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫২৩ জন, সুস্থ হয়েছেন ৫৯০ জন, নমুনা পরীক্ষা ১১৩০১টি: স্বাস্থ্য অধিদপ্তর

গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল আদায় বন্ধের আহ্বান বাসদের

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৮ এপ্রিল ২০২০, ১৮:০৯
গ্যাস, বিদ্যুৎ ও পানি বিল আদায় বন্ধের আহ্বান বাসদের
করোনাভাইরাসে সংক্রমণের দুর্যোগময় মুহূর্তে রাজধানীসহ সারা দেশে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ বিভিন্ন ইউটিলিটি বিল মওকুফ না করলেও অন্তত আগামী জুন পর্যন্ত সকল বিল আদায় স্থগিত করার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শনিবার এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়েছে, সারা দেশে করোনার সংক্রমণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। সরকারের সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বহাল আছে। এর সাথে ‘সারাদেশ ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অফিস, আদালত, দোকানপাট, রিকশা, ভ্যানসহ সবকিছু বন্ধ। মানুষ কর্মহীন-রোজগারহীন ঘরে বন্দি। এ অবস্থায়ও সকল বিদ্যুৎ কোম্পানি ও ওয়াসা মোবাইলে এসএমএস পাঠিয়ে বিল পরিশোধের জন্য তাগাদা দিচ্ছে। এমনকি সময়মতো বিল পরিশোধ না করলে জরিমানাসহ পরিশোধ করতে হবে বলে নোটিশ দিচ্ছে। দ্রুত এই কার্যক্রম বন্ধ করতে হবে।
পি
 

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪২৮৪৪ ৯০১৫ ৫৮২
বিশ্ব ৫৯০৬২০২ ২৫৭৯৮৭৭ ৩৫২০২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • রাজনীতি এর সর্বশেষ
  • রাজনীতি এর পাঠক প্রিয়