• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দোষ না খুঁজে বিএনপিকে জনগণের পাশে দাঁড়াতে বললেন তথ্যমন্ত্রী 

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ এপ্রিল ২০২০, ১৭:২৭
দোষ না খুঁজে বিএনপিকে জনগণের পাশে দাঁড়াতে বললেন তথ্যমন্ত্রী 
ফাইল ছবি

করোনার এই দুর্যোগে ঘরে থেকে রাজনৈতিক বক্তব্য না দিয়ে জনগণের পাশে দাঁড়াতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে বিদেশি লবিয়িস্টদের পেছনে লাখ লাখ ডলার খরচ করছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে দেয়া ভিডিও বক্তব্যে বিএনপির উদ্দেশে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘এটি মহাদুর্যোগের সময়। এই সময়ে সবকিছু নিয়ে রাজনীতি করার সময় নয়।’

‘আমি বিএনপিসহ যেসব নেতা ঘরবন্দি রয়েছেন এবং তারা বড় বড় কথা বলছেন, আসুন সবাই ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকি। একে অপরের বিরুদ্ধে যে রাজনীতি সেটা আপতত বন্ধ রাখি।’

তিনি বলেন, যখন স্কুল ছুটি দেয়ার প্রয়োজন ছিল দেয়া হয়েছে। যখন যেখানে লকডাউন প্রয়োজন দেয়া হয়েছে। জনগণকে এই ভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য সরকারের পক্ষ থেকে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জনগণের প্রতি যে আহ্বান জানিয়েছেন, জনগণ সে আহ্বানে সাড়া দিয়ে কার্যত ঘরের মধ্যেই অবস্থান করছেন।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এখনও অনেক দেশের থেকে অবস্থা ভালো আছে। তাই বলে সরকার প্রশান্তির ঢেকুর তুলছে না। সরকার যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।’

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh