• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চাঁপাইনবাবগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ছাত্রলীগের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০২০, ২১:৫৯
ছাত্রলীগ
মাস্ক বিতরণ করছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদ তমাল

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন ছাত্রলীগের একদল তরুণ কর্মী। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদ তমালের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে এসব স্বাস্থ্যপণ্য বিতরণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা শহরের শান্তিমোড়, কলেজ গেট, পিটিআই রোডসহ অন্তত ৬টি স্পটে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। রিকশোচালক, ইজিবাইক চালক, দোকানদারসহ নিম্ন আয়ের মানুষের মাঝে এসব বিতরণ করেন তারা।

ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ তমাল আরটিভি অনলাইনকে জানান, জেলায় অসাধু ব্যবসায়ীদের কারণে স্বাস্থ্যপণ্যের সংকট রয়েছে। এ অবস্থায় দরিদ্র মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে আমরা মানবিক দায়িত্ব বোধের অংশ হিসেবেই মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করছি।

তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মজীবী ও দরিদ্র মানুষদের মধ্যে এসব বিতরণ করা হয়েছে। এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান এ ছাত্রলীগ নেতা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রলীগ নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কমিটি বিলুপ্ত
লক্ষ্মীপুরে হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু 
ছাত্রলীগের চার নেতাকে গুলি, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
নোয়াখালীতে ছাত্রলীগের মিলনমেলা অনুষ্ঠিত
X
Fresh