• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ সন্ধ্যা সাড়ে ৭টায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০২০, ১৩:১৫
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ সন্ধ্যা সাড়ে ৭টায়

করোনা মোকাবিলায় দেশের সামগ্রিক অবস্থা ও প্রস্তুতিসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতার প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর আজকের ভাষণে করোনা পরিস্থিতি মোকাবেলায় কী করণীয় সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা আসবে। করোনা পরিস্থিতিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও লকডাউনের পথে এগোবে কিনা সেটিও স্পষ্ট হবে সরকার প্রধানের ভাষণে।

এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও উঠে আসতে পারে তার ভাষণে। দীর্ঘ কারাভোগের পর খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ যে কোনো সময় আইনি প্রক্রিয়া শেষে তিনি মুক্তি পারেন।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ
দক্ষিণ কোরিয়া চলচ্চিত্র উৎসবে জাজের ‘ময়না’
শিক্ষা-সেবা-গবেষণায় প্রাধান্য দেবে বিএসএমএমইউ : নতুন উপাচার্য
X
Fresh