• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুক্তির পর কোথায় থাকবেন খালেদা জিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০২০, ১২:৩১
খালেদা জিয়া
ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ বছর মাস ১৬ দিন কারাগারে থাকার পর মুক্তি পেয়ে কোথায় উঠবেন তা জানার কৌতূহল অনেকের মনেই। মুক্তির পর বিএনপির নেত্রী আবারও সেই ফিরোজায় উঠতে যাচ্ছেন।

এরই মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে তার গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন ফিরোজা প্রস্তুত করা হয়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারি ফিরোজা থেকে নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন তিনি। সেখান থেকে গত বছর এপ্রিল তাকে আনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)

এদিকে মুক্তির পর খালেদা জিয়াকে কোথায় নেয়া হবে সে ব্যাপারে মঙ্গলবার পরিবারের সদস্যরা আলোচনায় বসেন। কথা বলেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বাড়ি রেডি আছে। বাড়িতে ম্যাডামের সিএসএফ (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স) সদস্য তার সঙ্গে যারা থাকতেন তারা আছেন।

এম/সি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসায় পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া 
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল
বাড়ছে সাজা স্থগিতের মেয়াদ, বিদেশ যেতে পারবেন না খালেদা জিয়া
X
Fresh