• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়ার চিকিৎসাস্থানে ভিড় না করতে ফখরুলের আহ্বান 

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০২০, ১০:৩৬
খালেদা জিয়ার চিকিৎসাস্থানে ভিড় না করতে ফখরুলের আহ্বান
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) 

খালেদা জিয়ার চিকিৎসার সময় নেতা-কর্মীদের ভিড় না করার আহ্বানও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছয় মাসের জন্য সাজা স্থগিতের সিদ্ধান্তের পর মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘করোনা ভাইরাসের যে আক্রমণ চলছে তাতে আপনারা সবাই শান্ত থাকবেন। খুব বেশি যোগাযোগ করে আপনারা কেউ যেন আক্রান্ত না হন।’

খালেদা জিয়ার মুক্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যরা বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তবেই আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির একটি শর্ত হলো তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারবেন না। এ বিষয়ে তার চিকিৎসকের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেবো।”

করোনভাইরাসের সংক্রমণের কারণে দলটির নেতা-কর্মীরা অনেকদিন ধরেই খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে আসছিলেন। আজ বিকেলের মধ্যে আইনগত সকল আনুষ্ঠানিকতা শেষে তিনি মুক্তি পেতে পারেন।
পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে জিতে যা বললেন ডিপজল (ভিডিও) 
‘রূপান্তর’ বিতর্ক নিয়ে ভিডিও বার্তায় যা বললেন জোভান
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
মিউজিক ভিডিওর মডেল হলেন ধীমন বড়ুয়া
X
Fresh