• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বিচার বিভাগ যে সরকার নিয়ন্ত্রণ করছে, পিরোজপুরের ঘটনায় তা প্রমাণিত : ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ মার্চ ২০২০, ১৪:৩৮
বিচার বিভাগ যে সরকার নিয়ন্ত্রণ করছে, পিরোজপুরের ঘটনায় তা প্রমাণিত : ফখরুল
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিচার বিভাগ যে সরকার নিয়ন্ত্রণ করছে, পিরোজপুরের ঘটনায় প্রমাণিত হয়েছে।

আজ বুধবার (৪ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলে এসেছি আদালত স্বাধীন নয়। পিরোজপুরের ঘটনা এর জঘন্য দৃষ্টান্ত।

প্রসঙ্গত, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জেলহাজতে পাঠানোর আদেশ দেয়ার তিন ঘণ্টা পরই মঙ্গলবার জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নানকে বদলি করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আসার বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা তার বক্তব্যকে খুব বেশি গুরুত্ব দিয়ে নিতে চাই না। মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী আসছেন, এটা মুজিববর্ষের সঙ্গে যুক্ত একটা বিষয়। আমরা বলেছি, তার (মোদির) দেশে এনআরসি নিয়ে যে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সাম্প্রদায়িক বিরোধ সৃষ্টি করা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্ষুব্ধ হয়েছে, প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এর পরিপ্রেক্ষিতে তার ঢাকা আসা কতটুকু শোভন, সে প্রশ্নটাই আমরা করেছি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাথরুমে মিলল ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ 
পিরোজপুরে ঝড়ের তাণ্ডব : ২ দিন পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ
ছাত্রলীগ নেতাকে মারধর, চাঁদা দাবির অভিযোগে আরেক নেতা আটক
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
X
Fresh