• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিএনপি গণতান্ত্রিক উপায়ে খালেদা জিয়ার মুক্তির চেষ্টা করছে : ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০০
বিএনপি গণতান্ত্রিক উপায়ে খালেদা জিয়ার মুক্তির চেষ্টা করছে : ফখরুল
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য গণতান্ত্রিক উপায়ে দলের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, জনগণের ম্যান্ডেটবিহীন সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় না। জনগণের আকাঙ্ক্ষা দমিয়ে রেখে এই সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়।

তিনি বলেন, অসুস্থ বেগম জিয়াকে পরিকল্পিতভাবেই ষড়যন্ত্র করে আটকে রেখেছে বর্তমান সরকার। গণতান্ত্রিক উপায়েই বেগম জিয়াক মুক্ত করতে বিএনপি চেষ্টা করে যাচ্ছে।

এদিকে সমাবেশ করতে না পারায় আগামীকাল রোববার (১ মার্চ) রাজধানীর সব থানা এলাকায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

এছাড়া বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার (২ মার্চ) সারাদেশের জেলায় জেলায় মানববন্ধন ও ঢাকায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে দলটি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ যে আশা নিয়ে স্বাধীনতাযুদ্ধ করেছিল, তা আজও পূরণ হয়নি’
দেশে ফিরছেন বিএনপি মহাসচিব
‘ভিত্তিহীন মামলা দিয়ে বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে’
আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গণতন্ত্রবিরোধী শক্তি : ফখরুল
X
Fresh