• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিদ্যুতের সাময়িক মূল্যবৃদ্ধি মেনে নিন: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৭
বিদ্যুত মূল্যবৃদ্ধি কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুজিববর্ষে ঘরে ঘরে বিদ্যুৎ আরও সহজলভ্য করার জন্য সাময়িকভাবে একটু দাম বাড়ানো হচ্ছে। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে আপনাদের সাময়িক কষ্ট হবে।’

রাজধানীর হাতিরপুলের সোনারগাঁও রোডে শুক্রবার বিকেলে ফিকামলি সেন্টারে শহীদ সেলিম-দেলোয়ার দিবসের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
১৯৮৪ সালের এইদিনে ছাত্রমিছিলে তৎকালীন স্বৈরশাসকের লেলিয়ে দেওয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাজধানীর ফুলবাড়িয়ায় শহীদ হন ছাত্রনেতা সূর্য সেন হলের ইব্রাহিম সেলিম ও জহুরুল হক হলের কাজী দেলোয়ার হোসেন। দিনটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘বিদ্যুৎ আর পানির সেবা পেতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না। শেখ হাসিনা সরকারের আমলে এই শহরে পানি আর বিদ্যুতের কোনো হাহাকার নেই। এই হাহাকার যেন আর কোনোদিন না হয়।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা অঙ্গীকার করেছেন, মুজিববর্ষে শতভাগ মানুষের ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দেব। ক্রাইসিস অ্যাডজাস্টমেন্ট করার জন্যই উৎপাদন খরচ মিটিয়ে বিদ্যুৎ ব্যবস্থাকে আপনাদের কাছে সহজলভ্য করার জন্য দাম কিছুটা বাড়াতে হচ্ছে। শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানোর জন্য আপনাদের সাময়িক একটু কষ্ট হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এই ভতুর্কি কমানো ও বিদ্যুতের উৎপাদন খরচ মেটানোর জন্য সাময়িকভাবে এই দুর্ভোগটা আপনারা মেনে নেবেন বলে আমি আশা করি। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সাময়িক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ডা. মোহাম্মদ ওয়াদুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মমতাজ উদ্দিন মেহেদী ও মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার।
পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
শূন্যপদে পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
তারকাদের গোপনে বিয়ে করানো প্রসঙ্গে যা বললেন তুষার খান
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
X
Fresh