• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়ার জামিন শুনানি রোববার

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:০২
খালেদা জিয়ার জামিন শুনানি আগামীকাল
ফাইল ছবি

আগামীকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপরে হাইকোর্টে শুনানি হবে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার জামিন আবেদনটি রোববারের (২৩ ফেব্রুয়ারি) কার্যতালিকার এক নম্বর ক্রমিকে রয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হবে। এর আগে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার জামিন আবেদনটি উপস্থাপন করা হয়।

আবেদনে বলা হয়েছে, জামিন পেলে সাবেক এই প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাবেন। এর আগে এই মামলায় জামিন আবেদন করলে গত বছরের ১২ ডিসেম্বর তার জামিন আবেদন সর্বসম্মতিক্রমে পর্যবেক্ষণসহ খারিজ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে সুপারিশ করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের কাছে আবেদন করেছেন তার পরিবারের সদস্যরা। গত ১১ ফেব্রুয়ারি দুপুরে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বজনদের পক্ষ থেকে এ আবেদন করেন।

এজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমপি-মন্ত্রীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
নতুন বছর অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
X
Fresh