• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মিরপুরে রিজভীর নেতৃত্বে মিছিল, পুলিশের লাঠিপেটার অভিযোগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৯
বিএনপি
পুলিশের লাঠিপেটায় আহত বিএনপি নেতা রুহুল কবির রিজভী চিকিৎসা নিচ্ছেন

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতা-কর্মীরা। তবে ওই মিছিলে পুলিশের আক্রমণ ও লাঠিপেটার অভিযোগ উঠেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে পুলিশের হামলা ও লাঠিপেটায় রিজভীসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটি অভিযোগ করেছে।

মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা জানান, মিরপুর ৬ নম্বর থেকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী। এতে বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি কাওসার আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম তুহিনসহ নেতা-কর্মীরা অংশ নেন।

মিছিলের নেতৃত্বে থাকা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, মিরপুর ৬ নম্বর থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়কের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালিয়ে লাঠিপেটা শুরু করে। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে তিনি নিজে এবং ছাত্রদল-যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে ‘একটি শান্তিপূর্ণ মিছিলে পুলিশের এমন হামলার’ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন রিজভী।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh