• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

খালেদার কারামুক্তি ইস্যু নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার নয় : কাদের (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৬
খালেদার কারামুক্তি ইস্যু নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার নয় : কাদের 
ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ইস্যু নিয়ে তাদের দলের অবস্থান পরিষ্কার নয়। বিএনপির কোনও কোনও নেতা বলছেন, আন্দোলন করে তাদের নেত্রীকে মুক্ত করবেন। আবার কেউ বলছেন, তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে প্যারোলে মুক্তি।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাম্প্রতিক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপ করে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকারের বিষয় নয়, এটি আদালতের বিষয়। তবে তারা (বিএনপি) প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করলে সরকারি বিধিবিধান অনুসারে বিবেচনা করা হবে।

এসময় খালেদা জিয়ার জামিন নিয়ে পর্দার অন্তরালে কিছু হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্দার অন্তরালে কিছু হচ্ছে না।

তিনি বলেন, বিএনপি মহাসচিব তার চেয়ারপারসনের মুক্তির বিষয়ে আলোচনা করতে ফোন করতেই পারে, এতে লুকোছাপার কিছু নেই।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগের পক্ষ থেকে দেশবাসীকে কাদেরের ঈদের শুভেচ্ছা 
বিএনপি ক্ষমতায় গেলে গোটা দেশ গিলে খাবে : কাদের
‘বিএনপি নেতাদের শোবার ঘরে, রান্নাঘরে ভারতীয় পণ্য’
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
X
Fresh