• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মানবিক কারণে খালেদা জিয়ার মুক্তি জরুরি: ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৩৯
মানবিক খালেদা জিয়া মুক্তি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি না করে সম্পূর্ণ মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দেয়া জরুরি।

রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শুক্রবার রাতে জাতীয় স্থায়ী কমিটিসহ জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে টেলিফোনে আলাপের কোনো জবাব পাওয়া গেছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে ফখরুল বলেন, ‘উনি (ওবায়দুল কাদের) কি বলেছেন- এটা উনাকে জিজ্ঞাসা করলে, উনাকে বললে বেটার হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে। ট্রিটমেন্টের জন্য তাকে বিদেশে পাঠাতে তার পরিবার থেকেই আবেদন জানানো হয়েছে। সরকারের এখন আর এগুলো নিয়ে বা অন্য কারো এগুলো নিয়ে রাজনীতি না করে সম্পূর্ণ মানবিক কারণে তাকে মুক্তি দেয়াটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।’

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
জোরপূর্বক ব্যাংক একীভূতকরণ দায়মুক্তির নতুন মুখোশ: টিআইবি
বাংলা ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’, কণ্ঠ দিচ্ছেন যে বাঙালি গায়ক
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
X
Fresh