• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বিএনপির হামলার আশঙ্কায় ভোটার কম ছিল: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২১
বিএনপির হামলার আশঙ্কায় ভোটার কম ছিল: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির হামলার আশঙ্কায় ভোটার উপস্থিতি কম ছিল। তবে উপমহাদেশের মানদণ্ড বিবেচনায় সবচেয়ে ভালো ভোট হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, তারা ইভিএম সম্পর্কে ভোটারদের মাঝে ভীতি তৈরি করেছিল। বিএনপি বার বার ঘোষণা দিয়েছিল, এ নির্বাচন তাদের আন্দোলনের অংশ। আর বিএনপির আন্দোলন মানেই সন্ত্রাস।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, নির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, ডা. মনসুর রহমান এমপি, আয়েন উদ্দিন এমপি।

রাজশাহী জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির এটি প্রথম প্রতিনিধি সভা। সভায় জেলা নেতৃবৃন্দ ও তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন। একই স্থানে বিকেলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির যত ভুল তথ্য
বিএনপি এখন হতাশায় নিমজ্জিত : তথ্যমন্ত্রী
বিএনপির সমর্থকরাও ভোট দিতে বসে আছে : তথ্যমন্ত্রী
ড. ইউনুসের সাজায় সরকারের হাত নেই : তথ্যমন্ত্রী
X
Fresh