• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রিসাইডিং অফিসারদের অনেকেই চেয়েছেন সুষ্ঠু নির্বাচন হোক কিন্তু সম্পূর্ণ অসহায় ছিলেন তারা : ইশরাক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৩
আমি আমার কথা রাখতে ব্যর্থ হয়েছি : ইশরাক
ইশরাক হোসেন

ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেন, নগরবাসীকে আমি কথা দিয়েছিলাম, তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে বাসযোগ্য একটা শহর উপহার দেব। কিন্তু শাসক শ্রেণির ভোট চুরি, ভোট কারচুপি, ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটারদের ভোট কেন্দ্র থেকে দূরে রাখাসহ নানা কারণে আমি আমার কথা রাখতে ব্যর্থ হয়েছি। তবে আগামীতে আবার নগরবাসীর ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য মাঠে আসব।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে গুলশান ইমানুয়েলস হলে এ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলন পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

ইশরাক হোসেন বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রিসাইডিং অফিসারদের অনেকেই চেয়েছেন সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু শাসক শ্রেণির অন্যায় নির্দেশের কাছে সম্পূর্ণ অসহায় ছিলেন তারা। নিরুপায় হয়ে সরকারের অন্যায় নির্দেশ মেনে চলতে বাধ্য হয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে ভোটের দিনকার নানা ধরনের অনিয়ম, কারচুপি, পুলিশি হয়রানীর অভিযোগের পক্ষে সংগৃহীত তত্ত্ব-উপাত্ত তুলে ধরছেন ইশরাক হোসেন। পাওয়ার পয়েন্টের মাধ্যমে সাংবাদিকদের সামনে সব কিছু তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথসহ দলের অনেক সিনিয়র নেতারা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
X
Fresh