• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সরকারের জনপ্রিয়তা ও ইভিএমে ভোটের পরীক্ষা হয়ে গেলো: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা সিটি নির্বাচন ইভিএমের মাধ্যমে হয়ে গিয়েছে। ইভিএমের মাধ্যমে দেয়াটা- একটা পরীক্ষাও ছিল। আরেকটা পরীক্ষা ছিল, আমরা যে এত কাজ করলাম মানুষের জন্য তাহলে মানুষ আমাদের কতটুকু আস্থায় নেয়, বিশ্বাস করে এবং ভোট দেয় কি না সেটারও একটা টেস্ট হয়ে গেল। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে গণভবনে নৌকার দুই মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অনেকেই তো অনেক কথা বারবার বলে। কাজেই সকলের তো একটা দৃষ্টি-ই ছিল।

শেখ হাসিনা বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে যে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই সৃষ্টি, মানিলন্ডারিং, এতিমের অর্থ আত্মসাৎ… যে সমস্ত কর্মকাণ্ড তারা করেছে তাতে মানুষ কোনো দিনই তাদের সমর্থন দেয় না, তাদের চায়ও না।

তিনি বলেন, এতদিন তারা যে গুন্ডামি করে ভোট নিত সেটা এবার হয় নাই, পারে নাই। সেটাই সমস্যা তাদের জন্য।

অনুষ্ঠানে দুই সিটিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদও বক্তব্য রাখেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh