• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৬
বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলেছে
ফাইল ছবি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রাজধানীতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে হরতাল শুরু হয়।

এদিকে হরতালে নির্বাচন পরবর্তী যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে রোববার সারাদিন ঢাকায় হরতাল কর্মসূচি পালন করা হবে। আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।

জনগণের প্রতি হরতাল পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা আশা করবো ঢাকাবাসী তাদের অধিকার রক্ষা করার জন্য শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করবেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করবেন। আমাদের এই হরতালের আওতায় অ্যাম্বুলেন্স, ওষুধ ও খাবারের দোকান থাকবে না।

বিএনপির ডাকা হরতালকে সমর্থন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারাও।

উল্লেখ্য, শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দুই মেয়র প্রার্থী মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জয়ী হয়েছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরতাল-অবরোধেও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের উন্নতি 
নির্বাচনের সরল অঙ্কটা শুধু শুধু জটিল করা হচ্ছে 
সংসদের প্রথম দিন হরতাল দিয়ে ‘মাঠের আন্দোলনে’ ফিরতে চায় বিএনপি
ভরা ব্যালট বাক্সের তথ্য দিলেন রিজভী
X
Fresh