• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

হরতালে গণপরিবহন চলবে: মালিক সমিতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩২
হরতাল গণপরিবহন মালিক সমিতি

বিএনপির ডাকা রোববারের হরতালে রাজধানী ঢাকায় গণপরিবহন চালাবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এতথ্য জানান।

খন্দকার এনায়েতুল্লাহ বলেন, বিএনপির হরতাল পালন করার অধিকার থাকলে আমাদেরও যানবাহন চালানোর অধিকার আছে। হরতালে বিএনপি যদি কোনো পরিবহনের ক্ষতি করে তাহলে এর দায়দায়িত্ব তাদেরই নিতে হবে।

পরিবহন মালিক সমিতির এই নেতা আরও বলেন, ঢাকার দুই সিটি নির্বাচন ইভিএম পদ্ধতিতে সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে। সিটি নির্বাচনে অভিযোগ তোলার মতো কারণ না থাকলেও বিএনপি হরতাল ডেকেছে, যা অযৌক্তিক।

খন্দকার এনায়েতুল্লাহ বলেন, হরতালের নামে কোনো বিশৃঙ্খলা হলে মালিক-শ্রমিকরা তা প্রতিহত করবে। ঢাকার সবকটি টার্মিনালে মালিক-শ্রমিকরা সতর্ক অবস্থানে থাকবে। রোববার সকাল-সন্ধ্যা গণপরিবহন চলবে।

উল্লেখ্য, ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রোববার সকাল-সন্ধ্যা ঢাকায় হরতাল ডেকেছে বিএনপি।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৯ পণ্যের মূল্য বেঁধে দেওয়া অযৌক্তিক : দোকান মালিক সমিতি
গণপরিবহনে ৩৫ শতাংশ নারী আসন রাখার দাবি
রেস্তোরাঁয় অভিযান একটু বাড়াবাড়ি : মালিক সমিতি
গণপরিবহনের ভাড়া কমছে!
X
Fresh