• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল: বিএসএমএমইউ উপাচার্য

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ জানুয়ারি ২০২০, ১৪:৫৯
ওবায়দুল কাদেরের অবস্থা স্থিতিশীল বিএসএমএমইউ উপাচার্য
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। বললেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না জমানোর নির্দেশ দিয়েছেন। কারণ উনি যেখানে ভর্তি আছেন সেখানে অন্যান্য রোগীরাও আছেন। তাদের যাতে অসুবিধা না হয় সে বিষয়ে নজর রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।

এর আগে বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিএসএমএমইউয়ে বলেন, উনার শ্বাসকষ্ট হয়েছিল। তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন।

সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভার মূলতবি বৈঠক হওয়ার কথা ছিল। সে জন্য ওবায়দুল কাদের সকাল ১০টায় ধানমন্ডি কার্যালয়ে আসেন। কিন্তু কার্যালয়ে প্রবেশের কিছু সময় পরেই তিনি অসুস্থ বোধ করেন। তখনই চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউয়ে নেয়া হয়

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবন্তিকার মৃত্যু নিয়ে রাজনৈতিক খেলা খেলতে দেওয়া হবে না : জবি উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আবু তাহের
অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
হাসপাতালের অভ্যন্তরে গাঁজার বাগান!
X
Fresh