• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তাপস- আতিকের পক্ষে ভোটের মাঠে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০২০, ১৩:৫৬
অবরোধ ছাত্রলীগ ধর্মঘট
ফাইল ছবি

ঢাকা সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোটের মাঠে নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। দুই সিটি কর্পোরেশনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামের পক্ষে ভোটারদের ঘরে ঘরে ছুটছেন সংগঠনটির কর্মীরা।

মহিলা ও তরুণ ভোটারদের মন জয় এবং আশ্বস্ত করতে অতীত কর্মকাণ্ড ও নতুন প্রতিশ্রুতি তুলে ধরছেন তারা।

জানা গেছে, গত এক সপ্তাহে উত্তরা, ধানমন্ডি, বসুন্ধরা, খিলক্ষেত, বনানী, মহাখালী, বাড্ডা, গুলশান, রামপুরা, আগারগাঁও, শেরে বাংলা নগর এলাকায় প্রচারণায় অংশ নিয়েছেন তারা। এছাড়া কলাবাগান, নীলক্ষেত, মগবাজার, কাকরাইল, জিগাতলা, রায়েরবাজার এলাকাতেও প্রচারণা করেছেন তারা।

বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সভাপতি জাহিদ হোসেন পারভেজ আরটিভি অনলাইনকে বলেন, নির্বাচন পরিচালনা কমিটিতে আমাকে ও সাধারণ সম্পাদক আজিজুল হক সম্রাটকে সহকারি সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা নিজেদের মধ্যে ওয়ার্ড অনুযায়ী ভাগ প্রচারণায় অংশ নিচ্ছি।

সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট বলেন, কেন্দ্রীয় নির্দেশনা শতভাগ পালনে আমরা সচেষ্ট আছি। ইতিমধ্যেই ৩৬ টি ওয়ার্ডে সমন্বয় টিম গঠন করে আমরা নৌকার প্রচারণায় প্রতি পাড়া, মহল্লা ও ঘরে ঘরে গিয়ে কাজ করছি। স্বাধীনতার মার্কা নৌকার পক্ষে মানুষের অবিচল আস্থা আছে। তাই ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি আমরা। শেষ দিন পর্যন্ত আমাদের প্রচারণা অব্যাহত থাকবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ বছর পর কমিটি পেল বাঙলা কলেজ ছাত্রলীগ
লক্ষ্মীপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গণহত্যা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন
জয় বাংলা না বলায় অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের তালা 
X
Fresh