• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

তাবিথের ওপর হামলার ঘটনার পেছনে ‘কারসাজির’ গন্ধ পাচ্ছেন তথ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০২০, ১৭:০২
তাবিথের ওপর হামলার ঘটনার পেছনে ‘কারসাজির’ গন্ধ পাচ্ছেন তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ।। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনার পেছনে ‘কারসাজির’ গন্ধ পাচ্ছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপির প্রথম থেকেই চেষ্টা হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। নানান ধরনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে প্রক্রিয়া, এটি সেই প্রক্রিয়ারই অংশ কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ের তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ভারতে মন্ত্রী-এমপিরা সরকারি প্রটোকল বাদ দিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন, সংসদ সদস্যরাও পারে। অন্যান্য সংসদীয় গণতন্ত্রের দেশে প্রটোকল বাদ দিয়ে মন্ত্রীরা অংশ নিতে পারেন, আমরা পারছি না। এটি বিএনপিকে সুবিধাজনক অবস্থা দিয়েছে, প্লেয়িং ফিল্ডটা তাদের পক্ষে চলে গেছে।

উল্লেখ্য, তাবিথ আউয়াল বলছেন, কর্মী-সমর্থকদের নিয়ে মঙ্গলবার দুপুরে গাবতলী এলাকায় জনসংযোগের সময় পুলিশের উপস্থিতিতেই তার ওপর হামলা হয়। হামলার জন্য ঢাকা উত্তরের ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ার মাসুমের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন তিনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh