• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচন ক‌মিশনে আস্থা নেই, তবু দেখব তারা কী করে: তাবিথ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০২০, ১২:৩৮
তা‌বিথ আউয়াল, ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌ন,
ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নে ধানের শীষের মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল

নির্বাচন ক‌মিশনারের ওপর আস্থা নেই। তারা লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রি কর‌তে ব্যর্থ হ‌য়ে‌ছে। তবু আমরা দেখ‌তে চাই নির্বাচন ক‌মিশন কী ক‌রে। সুষ্ঠু নির্বাচন হ‌লে ধা‌নের শী‌ষের বিজয় নি‌শ্চিত। এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নে ধানের শীষের মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল।

একইসঙ্গে আগামী ৩০ তা‌রিখ নির্বাচ‌নের দিন ভোটারদের নির্ভ‌য়ে কে‌ন্দ্রে গি‌য়ে ভোট প্রদা‌নে সহ‌যো‌গিতা কর‌তে বিএন‌পির নেতাকর্মীদের প্রতি আহ্বান জা‌নি‌য়ে‌ছেন তিনি।

শ‌নিবার সকাল সোয়া ১০টার দিকে খিলগাঁও তালতলা এলাকায় গণসং‌যোগকা‌লে তি‌নি এ আহবান জানান।

তা‌বিথ আউয়াল বলেন, গণতন্ত্র হরণ করা হ‌য়ে‌ছে। এখন জনগণ ভোট দি‌তে পা‌রে না। এবার বিএন‌পির নেতাকর্মীরা ভোটার‌দের সাহস দে‌বে ভোট কে‌ন্দ্রে যে‌তে। এবং ভোটা‌রেরা যা‌তে সুশঙ্খল ভা‌বে ভোট দি‌তে পা‌রে সে সহ‌যো‌গিতা কর‌বে।

এসময় বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবুল হো‌সেন, নিপুণ রায় চৌধুরী, আকরামুল হাসা, ম‌হিলা দলের সাধারণ সম্পা‌দিকা সুলতানা আহ‌মেদ, কাউন্সিলর প্রার্থী হেলাল ক‌বির হেলু, যুবদ‌ল ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেনসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতাকর্মীরা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh