• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

হিন্দুধর্মাবলম্বীরা মনের ক্ষোভ ভোটে প্রকাশ করবেন: তাবিথ আউয়াল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০২০, ১৯:১১
তাবিথ আউয়াল
ছবি সংগৃহীত

বিএনপি মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী তাবিথ আউয়াল নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নির্বাচনী এলাকার প্রতিটি প্রান্তে ভোট চাইছেন তিনি। আজ বৃহস্পতিবার গ্রিন রোড সংলগ্ন বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তাবিথ আউয়াল।

এ সময় তাবিথ আউয়াল বলেছেন, ৩০ জানুয়ারি সরস্বতীপূজার দিনে নির্বাচন হওয়ায় ক্ষতিগ্রস্ত হিন্দুধর্মাবলম্বীরা মনের ক্ষোভ ভোটে প্রকাশ করবেন। পূজার ব্যাপারে আমরা আগে থেকেই জানি যে বছরের কখন পূজা হবে। পরিকল্পনার সময় (নির্বাচন) নির্বাচন কমিশনও জানত (পূজা দিন সম্পর্কে)। আমরা মনে করি, ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশন এ রকম একটা তারিখ দিয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়, বর্তমান সরকার সব ধর্মকে একভাবে দেখে না, একভাবে সম্মান করে না। অথচ সংবিধান অনুযায়ী সবাইকে সমানভাবে দেখতে হবে।’

জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিএনপির এই প্রার্থী বলেন, ‘আমরা সাধারণ জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। তারা ৩০ জানুয়ারি ভোট অবশ্যই দিতে চান। আমি এই মর্মে আহ্বান জানাচ্ছি সবাইকে, বিশেষ করে সরস্বতীপূজার জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন তাদের মনের ক্ষোভ, আসল সিদ্ধান্ত সরকারকে পরিষ্কারভাবে একটা রায় দেন যে এমন অনিয়ম, অন্যায় বিচার আমরা আর সহ্য করব না। তাই তারা ধানের শীষের পক্ষেই রায় দেবেন।’

এম

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
বিএনপির পর আ.লীগের সমাবেশও স্থগিত
উপজেলা নির্বাচনে মাঠে আছেন বিএনপির অন্তত ৩০ নেতা 
বিএনপির সমাবেশ স্থগিত
X
Fresh