• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ট্রেনে টিকিট কাটতে গেলে পাওয়া যায় না, আবার আসন খালি থাকছে: কৃষিমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জানুয়ারি ২০২০, ২০:৫৩

ট্রেনে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ট্রেনে টিকিট কাটতে গেলে টিকিট পাওয়া যায় না। অনেকে টিকিট না কেটে ভ্রমণ করেন। আবার ট্রেনে আসন খালি থাকছে। বললেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত আসনের সাংসদ রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। রেলপথমন্ত্রী নূরুল ইসলামের অনুপস্থিতিতে তাঁর পক্ষে কৃষিমন্ত্রী অধিবেশনে প্রশ্নের জবাব দেন।

রুমিন ফারহানা তাঁর প্রশ্নে জানতে চান, বেসরকারি খাতে রেলওয়ে লাভ করলেও সরকারি খাতে লোকসান গুনছে কেন, রেলওয়েকে বেসরকারি খাতে দেওয়া হবে কি না? জবাবে আব্দুর রাজ্জাক বলেন, রেলওয়েতে যে অনিয়ম–দুর্নীতি, তা দীর্ঘকালের। বিগত বিএনপি-জামায়াত সরকার এই খাত বন্ধ করে দেওয়ার চিন্তা করেছিল।

মন্ত্রী বলেন, অনেক শিল্পকারখানা বেসরকারি খাতে দেওয়া হয়েছিল। পাবলিক সেক্টরে অনেক শিল্পকারখানাই লাভ করছে না। ফলে ধীরে ধীরে এগুলো বেসরকারি খাতে দেওয়া হয়। কিন্তু সেখানেও খুব ভালো ফল আসেনি। আবার কিছু ক্ষেত্রে ভালো ফল এসেছে।

মন্ত্রী বলেন, রেলকে বেসরকারি খাতে দেওয়ার চিন্তা খারাপ না। তবে বেসরকারি খাতে দিতে হলে আগে দু-একটি লাইন দিয়ে পরীক্ষা–নিরীক্ষা করতে হবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh