• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে বাম ছাত্রজোটের বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জানুয়ারি ২০২০, ১৯:৩৩
প্রগতিশীল ছাত্রজোট
ক্যাম্পাসে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্রজোট

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা- প্রগতিশীল ছাত্রজোট। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছেন জোট নেতারা।

সোমবার সন্ধ্যায় তারা টিএসসি থেকে মশাল মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে সমাবেশ করেন তারা।

এ সময় বক্তব্য রাখেন ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়সহ বিপ্লবী ছাত্রমৈত্রী ও ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) নেতারা।

সমাবেশে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকেই বারবার ধর্ষণের মতো ঘটনা ঘটছে। অবিলম্বে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি করেন তিনি।

এ সময় ভিসি-প্রক্টরের পদত্যাগও দাবি করা হয় সমাবেশ থেকে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্র ইউনিয়ন সংসদের ৩২তম সম্মেলন ২৭-২৮ ফেব্রুয়ারি
X
Fresh